কলকাতার আলোচিত অভিনেত্রী স্বস্তি🐟কা মুখার্জি ঢাকায়। দিন পাঁচেক আগেই তিনি এসেছেন। অংশ নি𓄧চ্ছেন চলমান ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এই আয়োজনে স্বস্তিকা অভিনীত ‘বিজয়ার পরে’ ছবিটি নির্বাচিত হয়েছে সিনেমা অব ওয়ার্ল্ড বিভাগে। আজ বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এটি প্রদর্শি🥂ত হবে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে। এর আগে রয়েছে প্রেসমিট।
কিন্তু সিনেমার জন্য এলেও মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে তিনি ছুটে যান পদ্মার পাড়ে, মাওয়া ঘাটে। আর সেখান থেকেই অন্তর্জাল মারফত ঢাকার ভক্তদের কাছে নিজের ꦯছবিটি দেখার আহ্বান জানালেন তিনি। বললেন, ‘এটা সবার জন্যই ফ্রি। আগে গেলে আগে বসবেন, এটুকুই নিয়ম। আমি আছি, মমতা শঙ্কর (ছবির আরেক অভিনেত্রী) আসছেন, নির্মাতাও আসছেন। আমরা সবাই থাকবো। আপনারা যারা ফ্রি আছেন, সবাই আসবেন। আমার খুবই ভাল লাগবে। কারণ আমি বহু বহু বছর পর ঢাকায় এসেছি।’
পদ্মাপাড়ে যাওয়ার অভিজ্ঞতা জানাতেও ভুললেন না স্বস্তিকা। সেটা এরকম, ‘কী ভালো লাগছে। ঢাকায় এসেছি আজ চার দিন হলো। বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাট এলাম। অনেক যানজট ছিল, সেজন্য অনেক সময় লেগেছিল। আমি কেবল ভাবছিলাম, যেন সূর্য ডোবার আগে এখানে পৌঁছাতে পারি। তাহলে পদ্মা নদীটা একটু দেখতে পারবো। খুবই সু𒊎ন্দর ঘাট। অনেক প্লাস্টিক ময়লা পড়ে আছে; এ ছাড়া খুব সুন্দর।’
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাড়া আরও কিছু জায়গায়ও ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকা। ভক্ত-অনুরাগীদের স🦋ঙ্গে দেখা করছেন, আড্ডায় মশগুল হচ্ছেন। এর মধ্যে এক ভক্ত ফেসবুকে তার কাছে আবদার করেন, ছবির প্রদর্শনীতে যেন বাংলাদেশি শাড়ি পরে হাজির হন স্বস্তিকা। তার চোখ এড়ায়নি সেই আবদার। সাড়াও দিলেন অভিনেত্রী। জানালেন,🌳 তিনি বাংলাদেশের শাড়ি পরেই উপস্থিত হবেন শো-তে।
‘বিজয়ার পরে’ সিনেমাটি নির্মাণ করেছেন অভিজিৎ শ্রীদাস। ছবিটিতে স্বস্তিকার সঙ্গে আছেন মমতা শঙ্কর, দীপংকর দে, মীর আফসার আলি, ঋতব্রত💃 মুখার্জি প্রমুখ।