• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আমির খানের রেকর্ড ভাঙলেন সানি দেওল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০২:৪৭ পিএম
আমির খানের রেকর্ড ভাঙলেন সানি দেওল
ছবি: সংগৃহীত

মুক্⛎তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওল অভিনীত সিনেমা ‘গাদার টু’। পর্দায় সানি দেওলকে দেখতে দর্শকদের আগ্রহ বেড়েই চলছে। শুক্রবার (১১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তির পরে সিনেমাটি একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডে।

সাচনিক ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমার রেকর্ড ভাঙল ‘গাদার টু’। মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করা হিন্দি সিনেমার তালিকায় সানির সিনেমার অবস্থান এখন চতুর্থ। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৩৮৮.৬০ কোটি রুপি। অন্যদিকে আমির খানের ‘দঙ্গল’ সিন🍨েমা আয় করেছিল ৩৭৪.৪৩ কোটি রুপি।

এর আগে মুক্তির কয়েক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়ে সিনেমাটি। আমিশা ও সানি অভিনীত সিনেমা ‘গাদার: এক প্রেম কথা’ মুক্তির ২২ বছর পর নির্মিত হয়েছে ‘গাদার টু’। সিনেমায়🦹 সানি-আমিশা ছাড়া আরও অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা, মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ। এই সিনেমার গানেও অনেকꦬ চমক রয়েছে। উদিতজি, অলকা ইয়াগনিক ছাড়াও অরিজিৎ সিং ‘গাদার টু’র জন্য গেয়েছেন।

 

Link copied!