আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয় বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে। বর্তমানে ঘর-সংসার নিয়ে বেশ সুখেই আছেন এই অভিনেত্রী, এটা অনেকে মানতেই পারেন না। স্বামী 🍒সন্তান নিয়ে প্রথম কোনো বিয়ের দাওয়াতে গেছেন এ অভিনেত্রী। সামাজিক যো🌸গাযোগমাধ্য ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন নিজেই।
সম্প্রতি স্বামী 𝔉ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন তিনি। মুম্বইয়ে চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভাটের বিয়ের রিসেপশনে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এই ছবি তুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই প্রথম কোনো বিয়ে বাড়িতে তারা গোটা পরিবার একসঙ্গে যাচ্ছেন।
ছবিটি শেয়ার করে সানি ক্যাপশনে লেখেন, “বিয়ের জন্য আমাদের প্রথম পারিবারিক সফর! অনেক উত্তেজনাপূর্ণ!” এই ছবি প্রকাশ করার পর থেকেই অন্তর্জালে বইছে সুবাতাস। অনেকেই এখন তাদের এই দা🔯ম্পদ্য জীবনকে প্রশংসায় ভাসাচ্ছেন।
কিছুদিন আ🍃গে কান চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা ছড়িয়েছেন সানি। এটাই ছিল তার প্রথম কান উদযাপন। সেখানেই সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল। প্রিয়তমা স্ত্রীর সঙ্গে ছিলেন ছায়ার মতো।