আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয় বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে। ꧅ নীল দুনিয়া থেকে সরে গিয়ে বর্তমানে ঘর-সংসার নিয়ে বেশ সুখেই আছেন এই অভিনেত্রী, এটাಌ অনেকে মানতেই পারেন না। এখনো অতীত টেনে কটাক্ষ করা হয় বলিউডের এই অভিনেত্রীকে। সম্প্রতি পূজা দিতে গিয়ে এমন কিছুর শিকার হলেন সানি।
সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ( ১৫ নভেম্বর) সহ-অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে বারাণসীতে পূজা দিতে গিয়൩েছিলেন সানি। এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ। 🍒সেখানে সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।
সানি লিওনকে 𒅌গঙ্গার পাশে নেটিজেনরা একদমই ভালোভাবে নিতেই পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মুহূর্তের ভিডিও প্রকাশ পেতেই তাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন তারা।
কেউ লিখেছেন, “এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধღুতে চলে এলো।” একজন লিখেছেন, “একশ ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে।” “মা গঙ্গাকে অপবিত্র করে দি🐼ল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমন কথাও লেখা হয়েছে কটাক্ষ করে।
এ বিষয়ে অনেকটা 🧸ক্ষোভ প্রকাশ করে সানি লিওন বলেন, “আমাকে সবাই পর্নোস্টার হিসেবেই চেন𓂃ে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে। কিন্তু পারিনি। আমি শুধুই পর্নোস্টার নই… ’!”