বলিউড স্টারকিড সুহানা খান ও অগস্ত্য নন্দা। এই দুইজনের প্রেম নিয়ে বলিপাড়ায় গুঞ্জনের শেষ নেই। প্রকাশ্যে এই প্রেম স্বীকার না করলেও, গোপনে কিন্তু এই দুজনের দেখা-সাক্ষাৎ নিয়ে সমালোচনা চলতেই থাকে। এই সমালোচনায় এবারে যুক্🧔ত হল অগস্ত্যর ‘মামু’ অভিষেক বচ্চনের নাম। সু🎐হানা-অগস্ত্যকে নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছিলেন অভিষেক। সেই সময়ই ক্যামেরাবন্দি হয়ে যান। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও।
বলিউডে পা রাখার আগে থেকেই গুঞ্জনে ছিল শাহরুখ খানের আদরের মেয়ে সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গপ্পো। মাঝে মধ্যেই সোশাল 🍸মিডিয়ায় ভাইরাল হোতো 𒀰দুজনের। এর পর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়।
এদিকে বচ্চন পরিবারের অশান্তির জল্পনা নিত্যদিন শোনা যায়। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের (অগস্ত্যর মা) সঙ্গে নাকি একেবারে বনিবনা নেই অভিষেকপত্নী ঐশ💧্বর্যর। আম্বানিদের অনুষ্ঠানেও অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক, শ্বেতারা একসঙ্গে গিয়েছিলেন। ঐশ্বর্যকে আলাদা যেতে দেখা যায় মেয়ের সঙ্গে। যদিও অন্দরমহলের ভিডিওতে অভিষেক-ঐশ্বর্যকে পাশাপাশিই বসতে দেখা গিয়েছে। তবুও অশান্তির জল্পনা যেন কিছুতেই থামে না।
এত কিছুর মধ্যেও নাকি অগস্ত্য ও সুহানার সম্পর্ক নিয়ে সবাই খুশি।🌌 এবার অভিষেককেও দেখা গেল দুজনের সঙ্গে। ‘মামু’ই যেন অগস্ত্যর প্রেমরথের চালক। পাপারাজ্জি দেখে হেসে ফেলেছিলেন শ্বেতাপুত্র। ওদিকে শাহরুখকন্যা ছিলেন লাজুক মুখে।