• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অভিনয়শিল্পীদের ধর্মঘটে অচলাবস্থা হলিউডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০২:৪৭ পিএম
অভিনয়শিল্পীদের ধর্মঘটে অচলাবস্থা হলিউডে

নজিরবিহীন ধর্মঘটের মুখে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্বখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রি হলিউড। বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান ইন্ডাস্ট্রির ১ লাখ ৬০ হা🧸জার অভিনয়শিল্পী। অভিনেতা-চিত্রনাট্যকার এবং স্টুডিওগুলোর মুখোমুখি অবস্থানে টিনসেলটাউনে এক অচলাবস্থ🌠া তৈরি হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত মে মাসে রাইটার্স গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) ১১ হাজার ✨সদস্য ধর্মঘটে নামেন। দাবি পূরণ না হওয়ায় কয়েক দিন আগে তাদের সঙ্গে যোগ দিয়েছেন হলিউডের অভিনয়শিল্পীরা। তবে হলিউড স্টুডিওগুলোর সঙ্গে হলিউডের অভিনয়শিল্পীদের আলোচনা আশার আলো দেখিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে।  

সংবাদমাধ্যমটি আরও জানায়, পারিশ্রমিক বাড়ানোসহ বেশ কিছু দাবিতে ধর্মঘট করে আসছিলেন হলিউডের লেখকেরা। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে নিজেদের কিছু দাবি নিয়ে নেটফ্লিক্স, ডিজনিসহ হলিউডের শীর্ষ স্টুডিওগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল সেগ। লভ্যাংশ ও আরও ভালো কর্মপরিবেশের দাবি জানিয়ে স্ট্রিমিং জায়ান্টগুলোর সঙ্গে বৈঠক করে সেগ। এদিকে ধর্মঘট চলাকালীন অভিনয়শিল্পীদের তাদের অভিনীত কোনো সিনেমায় দেখানো যাবে না বলে 🦩জানিয়েছে সেগ। এমনকি তারা যেসব কাজ এরই মধ্যে শেষ করেছেন, সেগুলোর প্রচারেও কেউ অংশ নেবেন না।  

ধর্মঘটের ফলে একদিকে যেমন শুটিং বন্ধ, অন্যদিকে বড় বড় সিনেমার প্রিমিয়ারে অভিনেতারা উপস্থিত হচ্ছেন না। সিনেমার প্রচারেও তাদের দেখা যাবে না। ধর্মঘটের কারণে হলিউডের বড় বাজেটের কিছু সিনেমার শুটিং বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্টরা। এ তালিকায় রয়েছে— ‘মিশন: ইম্পসিবল-৮’, ‘ডেডপুল-৩’ ও ‘ভেনম-৩’।
মার্ভেল স্টুডিও এক সং⛎বাদ বিজ্ঞপ্তিতে তাদের শুটিং বন্ধের ঘোষণা দিয়েছে। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মার্ভেল আপাতত সিনেমাগুলোর শুটিং বন্ধ রেখেছে। পরবর্তী সিদ্ধান্তের পর তা⛎রা তাদের সিনেমার শুটিং আবার শুরু করবে। প্যারামাউন্ট পিকচার্স তাদের ‘মিশন: ইম্পসিবল-৮’ সিনেমার শুটিং বন্ধ করে দিয়েছে।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও অভিনয়শিল্পীদের ধর্মঘটের ঘোষণা এখন শুধুই সময়ের ব্যাপার। লেখকদের সঙ্গে শিল্পীরা ধর্মঘটে নামলে ৬৩ বছর পর লেখক ও শিল্পীদের ধর্মঘটের মুখে পড়বে হলিউড। এটা হলে রিয়েলিটি শো, অ্যানিমেশন ও টক শো হয়তো চলতে পারবে কিন্তু এমি অ্যাওয়ার্ডসের মতো বড় অনুষ্ঠান ঝুঁকিতে পড়বে। মুক্তির অপেক্ষায় থাকা জনপ্রিয় সিজির স🌞িকুয়েল বা বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তিও বাতিল হতে পারে।

 

Link copied!