বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সারাদেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ সাড়া জাগিয়েছে এই সিনেমা। শুধু দর্শকই নয়, প্রেক♚্ষাগৃহে সিনেমা উপভোগের পর আবেগাপ্লুত হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
অরুণা বিশ্বাস বলেন, ‘‘সিনেমাটি দেখে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নেই। আমার চোখে জল চলে এসেছিল। বারবার চোখ মুছেছি। যখন পর্দায় শুভকে জাতির পিতার চরিত্রে দেখতে প🅠াই, একটি অন্যরকম আবেগ কাজ করে।’’
নিপুণ আক্তার বলেন, ‘‘দেখতে পাচ্ছেন আমার চোখ থেকে পানি পড়ছে। শেষটা দেখে আর কিছু বলতে পা🌌রছি না। আমাদের এ প্রজন্মের কাছে অনুরোধ সবাই সিনেমাটা দেখবেন। আজ আমরা শিল্পী সমিতির সবাই ভাগ্যবান যে আমরা আসার পর এমন একটি সিনেমা মুক্তি পেল। এখন থেকে মনে হচ্ছে আমরাও পಌারব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা আরও প্রসারিত হবে সেই বিশ্বাস রাখি।’’
সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া তার মাকে নিয়ে সিনেমাটি দেখেছেন। এ ꦰপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রথমবার আমার কোনো সিনেমা মাকে নিয়ে দেখলাম। খুবই ইমোশনাল হয়ে গেছি। একটি সিনেমা দেখে বের হয়ে এমনটা অনুভব কখনো হয়নি।’’
দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল দেখতে যান ‘মুজিব: একটি জাতির রূপকার’। তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধুকে নিয়ে একটি সিনেমা হয়েছে, এটা দেখতে আসার অনুভূতি প্রকাশ করার মতো না। বইয়ের পাতায় মহান এই মানুষকে নিয়ে পড়﷽েছি ,আজ পর্দায় সেসব দৃশ্য দেখতে পেরেছি। এটা অনেক গর্বের। আমার মনে হয় সবার সিনেমাটা দেখা উচিত। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে।’’
ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত যারাই দেখেছেন প্রশংসা করেছেন।🗹 বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুর পরিবারের বন্দিজীবন, ‘৭৫-এর ১৫ আগস্ট রাতে সপরিবারে মুজিবকে হত্যার দৃশ্য কাঁদিয়েছে দর্শকদের।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনেতা আরিফিন শুভ ছাড়াও ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য🎐 চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী ꦏরাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।