জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন। ২০০৪ সালে প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা কবরীর ‘আয়না’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন সোহানা সাবা। সাফল্যের ২০ বছর পূরণ করলেন অভিনেত্রী। সম্প্রতি ক্যারিয়ারের দুই দশক পূরণে উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহানা সাবা।
সেখানেই নিজের একটি ইচ্ছার কথা প্রকাশ করেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “মানুষের তো কত ইচ্ছাই থাকে। অভিনেত্রী হিসেবে আমারও তো স্বপ্ন আছে জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করার। শখ, ইচ্ছা ও স্বপ্ন না থাকলে মানুষের জীবনের সমাপ্তি হয়ে যায়।”
ক্যারিয়ারের দুই দশক পূর্তি উপলক্ষে অভিনেত্রী বলে🌠ন, “দেখতে দেখতে ২০ বছর কেটে গেল। আমার এই জার্নি নিশ্বাস থাকা পর্যন্ত চলবে। কারণ, আমি একজন আ🅘র্টিস্ট। আর আর্টিস্টের জার্নি কখনো শেষ হয় না।”
এই অভিনেত্রী আরও বলেন, “আমি খুবই ভাগ্যবান। অনেক গুণী নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি। সামনেও করার ইচ্ছা আছে।”
নিজের অনুপ্রেরণার কথা উল্লেখ করে সোহানা সাবা বলেন, “আমার মায়ের কারণেই এখানে আসা। আর কবরী আপু। যিনি আমার কাছে দেবতা সমতুল্য। তিনি আমাকে প্রথম ব্রেক দিয়েছেন। তারা দুজনই আমার অনুপ্রেরণা।”
দুই দশকের ক্যারিয়ারে টিভি অঙ্গনে অসংখ্য নাটকে কাজ করেছেন সোহানা সাবা। চলচ্চিত্র অঙ্গনেও দাপটের সঙ্গে কাজ করেছেন। ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প⛦্রিয়তমেষু’,‘বৃহন্নলা’ ও ‘ষড়রিপু’ সিনেমায় কাজ করে রেখেছেন নিজের প্রতিভার ছাপ।