• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অসুস্থ সাইফ আলি খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৬:০৩ পিএম
অসুস্থ সাইফ আলি খান
সাইফ আলি খান। ছবি: ফেসবুক থেকে

অসুস্থ রলিউডস্টার সাইফ আলি খান। তিনি গুরুতর আঘাত প🧔েয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পিঙ্কভি🅰লার প্রতিবেদন অনুসারে, সাইফ হাঁটু ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন। আর সেই কারণেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ৮টায় সাইফকে ভর্তি করা 😼হয়েছে মু♔ম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে।

বলিউড সূত্রে জানা গেছে, ভর্তির পর অস্ত্রোপচার চলছে অভিনেতার। তবে কীভাবে আঘাত পেয়েছেন এই অভিনেতা, তা এখনও জানা যায়নি। সাইফ🍎 কিংবা তাঁর ꦏপ্রতিনিধি এখনো এই বিষয়ে কিছু জানাননি। হাসপাতালে সাইফের সঙ্গে রয়েছেন তার স্ত্রী কারিনা কাপুর খান।

এর আগেও একবার হাঁটু ও কাঁধে বড়সর আঘাত পেয়েছিলেন সাইফ। ‘রেঙ্গুন’ চলচ্চিত্রের শুটিংয়ের সম⛄য় অভিনেতার কাঁ༒ধে ও হাঁটুতে আঘাত লাগে। ২০১৬ সালেও কোকিলাবেন হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এছাড়াও ‘কেয়া কেহেনা’ সিনেমার এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়ও আহত হন সাইফ।

তখনও কাঁধে ও হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি।  বর্তমানে বেশ ব্যস্ত স❀ময় পার করছেন অভিনেতা। গতবছর তাকে দেখা গেছে বিগ বাজেটের চলচ্চিত্র আদিপুরুষ-এ। এখনও হাতে রয়েছে বেশ কয়ে💖কটি সিনেমা। এছাড়া বেশ কয়েকটি ওটিটি সিরিজের কাজও করছেন তিনি।

নিয়মিত শুটিংয়ে ব্যস্ত সাইফ। এরই মাঝে অভিনেতার অসুস্থতার খবরে বেশ হতাশ অনুরাগীরা। তবে বড় কোনো অঘটনের শিকার না হোক তিনি, সেই প্রত্যাশাই করছেন ভক্তরা।
 

Link copied!