আরিফিন শুভ, ঢাকাই সিনেমার সুদর্শন ও জনপ্রিয় নায়ক। বহুদিন ধরে পর্দায় উপস্থিতি ছিল না এই তারকার। যা নিয়ে আক্ষেপে পুড়ছিলেন শুভ-ভক্তরা। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ নিয়ে ভক্তদের সেই কষ্ট দূর কর🍬ে আবারও পর্দায় হাজির হচ্ছেন এই নায়ক।
রোববার (১ জানুয়ারি) শুভর ‘ব্ল্যাক ওয়ার’ সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। এরপর মঙ্গলবার (৪ জানুয়ারি) বিꦜনা কর্তনে ছাড়পত্র পায় সিনেমাটি। সেই সঙ্গে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্প ও নিরღ্মাণের প্রশংসা করেন।
আগামী ১৩ জানু🐟য়ারি এটি মুক্তিতে আর কোনো বাধা থাকছে না।
বিষয়টি নিয়ে সিনেমাটির প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, “সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা 🍬দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শক🍌ের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে।”
পুলিশ অ্যাকশন নির্ভর থ্রিলারটিতে আরিফিন শুভ🥀র বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’সিন⭕েমার দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
ব্ল্যাক ওয়ারে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ꦰইরেশ যাকের, মাজনুন ম🌞িজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে একটি গানে।
এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’সিনেমার প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।