• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মায়ের কথা মনে করে এখনো কেঁদে ওঠেন দীঘি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৪:৩৭ পিএম
মায়ের কথা মনে করে এখনো কেঁদে ওঠেন দীঘি
দিঘী ও তার মা অভিনেত্রী দোয়েল। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী প্রার্থꦏনা ফারদিন দীঘি। ক্যামেরার সামনে হাসিখুশি থাকলেও মায়ের জন্য এখনো মন কাঁদে অভিনেত্রীর। ১২ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান দীঘির মা অভিনেত্রী দোয়েল।  শুক্রবার (২৯ ডিসেম্বর) মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সা🎃মাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন দীঘি।

এক ফেসবুক পোস্টে দীঘি লেখেন, “মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো। তারপর🌊 আর এক ফোঁটাও নিশ্বাস নিতে ইচ্ছা করে না।”

অভিনেত্রী আরও লেখেন, “তোমার সাথে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি...অনেক কথা জমে গেছে মা। তোমার পরামর্শ, তোমার নির্দেশনা, তোমার 👍কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি তোমাকে। অনেক মজার স্মৃতি জমে আছে তোমাকে বলতে চাই, অনেক নালিশ জমে আছে তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি! যেইখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেꦡশি ভালোবাসে।”

এসময় মায়ের ১২ তম মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে দোয়া চেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুꦚরস্কারপ্রাপ♔্ত অভিনেত্রী দীঘি।

Link copied!