শিব রাওয়াল পরিচালিত নারীকেন্দ্রিক ‘আলফা’ সিনেমায় অভিনয় করছেন বলিউডের উদীয়মান অভিনেত্রী꧒ শর্বরী ওয়াঘ। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিনেমা ‘আলফা’। নারী গোয়েন্দা গল্পে নির্মিত হবে সিনেমাটি। শর্বরী ছাড়া এতে আরও অভিনয় করবেন হৃতিক রোশন, আলিয়া ভাট সহ অনেকে।
‘বান্ট❀ি অউর বাবলি ২’ সিনেমায় রানি-সাইফের পাশাপাশি নজর কেড়েছিলেন মহারাষ্ট্রের মেয়ে শর্বরী ওয়াঘ। ‘বাজিরাও মস্তানি’, ‘সনু কে টিটু কি সুইটি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শর♌্বরী। তার পর শুরু করেন অভিনয়। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’তে দেখা গিয়েছিল শর্বরীকে। এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি তাকে।
সময়টি এখন ভালোই যাচ্ছ🐻ে তার। গ𝔍ল্পনির্ভর সিনেমা ওয়েব সিরিজে নিজেকে এরই মধ্যে প্রমাণ করেছেন তিনি। এর মধ্যেই এ বছর তার মুনিয়া ও মহারাজ সিনেমা মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। দুটিতেই নজর কেড়েছেন তিনি। এবার আসছে তার আরও একটি নতুন সিনেমা। শিরোনাম ‘বেদা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা জন আব্রাহামকে।
এরই মধ্যে এর ফার্স্টলুক প্রকাশ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ‘বেಞদা’ সিনেমায় শর্বরীকে বেশ লড়াকু মেজাজেই দেখা যাবে। সিনেমায় শর্বরীর মেন্টর হিসেবে দেখা যাবে জনকে। জন-শর্বরী ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘আলফা’ সিনেমা শুটিং ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে। শর্বরী ওয়াঘ, হৃতিক রোশন, আলিয়া ভাট ছাড়াও সিনেমায় ভিনয়ন করতে দেখা যাবে অনিল কাপুর এবং ববি দেওলকে। ‘আলফা’ আগামী বছর মুক্তি পেতে পারে।