• ঢাকা
  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ১৪ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনে শাকিবের ‘দরদ’র প্রমো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৬:১৯ পিএম
বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনে শাকিবের ‘দরদ’র প্রমো
শাকিব- সোনাল, দরদ পোস্টার, পরিচালক অনন্য মামুন। ছবি: কোলাজ

১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ফার্স্ট লুক। যেখানে শাকিব খানকে দেখা গেছে এলোমেলো চুলে, চোখেমুখে প্রতিশোধের ছাꦺপ স্পষ্ট। রক্তভেজা ডান হাত গালে লাগানো। রহস꧅্যময় চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।

ভাᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚলোবাসা দিবসে পোস্টার প্রকাশ ছাড়াও🧜 আরও একটি ঘোষণা দিলেন ‘দরদ’ সিনেমার নির্মাতা অনন্য মামুন। জানালেন, ছবির প্রথম টিজার প্রকাশ করবেন বুর্জ খলিফায়। যা এর আগে কোনও বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হয়নি।

এক ভিডিও বার্তায় মামুন বললেন, “আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি।
আর বুর্জ♛ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’র টিজার ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন 💜না। এটা হলো ভালোবাসার দিনে আরেকটা সারপ্রাইজ।  শাকিব খান অভিনীত ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়।”

বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ‘দরদ’ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা।
এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান।

আরো আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক🐬্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ভাষায়।

ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে পরিচালক অনন্য মামুন এক ভিডিও বার্তায় জানান, দুই ঈদ ছাড়া যেক🐼োনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

ভালো 🐲সিনেমা বানালে যে ঈদ ♓ছাড়াও সুপারহিট করা যায়, সিনেমা হলে সুনামি বয়ে যাওয়ানো যায় সেটা প্রমাণ করে দেবে ‘দরদ’।

Link copied!