• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত শাকিব খানের ‘দরদ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৫:০৮ পিএম
সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত শাকিব খানের ‘দরদ’
শাকিব খান, সোনাল চৌহান । ছবি: ফেসবুক থেকে

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হলো সুপারস্টার শাকিব খান অভিনতি সিনেমা ‘দরদ’। সꦍিনেমাটি পরিচালনা করেছেন িঅনন্য মামুন।  রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটি প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একাধ♏িক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

চলচ্চিত্রপরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘দরদ’ পাশ পেয়েছে। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণ🅘য়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেয়া💮 হবে।

তিনি আরও বলেন, “গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আন🐭কাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, দেখে আমার কা🦋ছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবো। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না।”

সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক কর🍌তে বলা হ🌠য়েছে। এছাড়া সমস্যা নেই। ‘দরদ’ আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন।’

যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর অথব🔯া ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চানꦇ।

নির্মাতা অনন্য মামুন🎀 বলেন, ‘সাইকো থ্রিলার রোমান্টিক ধাঁচের ছবি ‘দরদ’। সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মু꧂ক্তির তারিখ জানাবো।’

গেল ঈদুল আযহার দিন দরদ’র টিজার প্রকাশ হয়েছিল। সাꦑইকো-থ্রিলার ধাঁচের গল্প এ ছবির সেই টিজার নজর কাড়ে। দেড় মিনিটে টিজা𓃲রে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

শাকিব, সোনাল চৌহান ছাড়াও সিনেমায় আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বা꧂ংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়।

Link copied!