• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অনন্ত-রাধিকার রাজকীয় বিয়েতে পুরনো শাড়িতে শাহরুখকন্যা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ১২:০৬ পিএম
অনন্ত-রাধিকার রাজকীয় বিয়েতে পুরনো শাড়িতে শাহরুখকন্যা!
শাহরুখকন্যা সুহানা খান এবং ছেলে আরিয়ান। ছবি: সংগৃহীত

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির কনিষ🔯্ঠ ছেলেঅনন্তও রাধিকার রাজকীয় বিয়েতে পুরনো শাড়ি পরে বিয়ের আসরে এলেন বলিউড বাদশা শাহরুখকন্যা সুহানা।  আর এতেই সামজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা।    

যদিও বলিউড  স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকেন। চারিদিকে হাজারো ক্যামেরা, সব সময়েই প্রচারের ꦚআলোয়। পান থেকে চুন খসলেই হলো! নেটিজেনদের রোষানলে পড়া শুধু মুহূর্তের অপেক্ষা। এবার আম্বানিদের কোটি কোটি টাকার বিয়েতে এসে চর্চার শিরোনা🐻মে সুহানা খান।

গ্ল্যামার দুনিয়ার বাদশার এক𝓀মাত্র মেয়ে বলে কথা। স্বাভাবিকভাবেই তার দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তের উপ🏅র কৌতূহল থাকে অনুরাগীদের।

আম্বানিদের রেড কার্পেটে কেমন সাজবেন বাদশাকন্যা? কৌতূহল ছিলই সেদিকে। কিন্তু শুক্রবার (১২ জুলাই) মজলিশে চাঁদের হাটে সুহানা খান এলেন পুরনো শাড়ি পরে। ২০২৩ সালের দিওয়ালি পার্টিতে ঠিক যে সিক্যুইন শাড়িটি তিনি পরেছিলেন। মনꦺীশ মালহোত্রার ডিজাইন করা ঠিক সেই পোশাক পরেই অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে এলেন সুহানা খান। ছবি-ভিডিও ভাইরাল হতেই নেটপাড়া আলোচনা তুঙ্গে।

তবে শাড়িটা পুরনো পরলেও স্টাইলিং অন্যরকমবাবে করেছেন সুহানা। আইভরি রঙের সিক্যুইন শাড়ির সঙ্গে কুন্দনের চোকার নেকলেস, কানে হালকা দুল আর হাতে পোটলি ব্যাগ নিয়েছেন তিনি। মেকআপও সামান্য। ভাই আরিয়ান খানের সঙ্গে রেড♍ কার্পেটে পোজ দিতে দেখা যায় শ🌠াহরুখকন্যাকে।

Link copied!