রাজধানীর পল্লবী এলাকার একটি বাসায় গ্যাসের আগুনে রুমা আক্তার (৩২) নামের এক গৃ𒁃হবধূ মারা গেছেন। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিক𝓡ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইনস্টিট♛িউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান রুমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুমা আক্তারের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে তার স্বামী আবদুল খলিল সোমবার মারা যান। একই ঘটনায় দগ্ধ আ💜রও পাঁচজন ইনস্টিটিউটಌে চিকিৎসাধীন। তাদের চারজনের অবস্থা গুরুতর।
শꦿনিবার রাতে পল্লবীর একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্যসহ সাতজন দগ্ধ হন। পরে উদ্ধার করে তাদের ওই ইনস্ট🅺িটিউটে ভর্তি করা হয়।
রুমার স্বা😼মী খলিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে। 🎀তিনি ঢাকায় রংমিস্ত্রির কাজ করতেন।
খলিলের বড় ভাই মো. ম🦄িলন বলেন, লিকেজ থেকে ওই বাসার একটি কক্ষে গ্যাস জমে ছিল। মশার উৎপাতের কারণে খলিল রাত তিনটಌার দিকে কয়েল জ্বালাতে ম্যাচের কাঠি ধরাতে গেলে কক্ষে আগুন ধরে যায়। এতে কক্ষে থাকা সবাই দগ্ধ হন।