• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অগস্ত্যের জন্মদিনেই কি প্রেমে সিলমোহর দিলেন শাহরুখকন্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৩:২৭ পিএম
অগস্ত্যের জন্মদিনেই কি প্রেমে সিলমোহর দিলেন শাহরুখকন্যা
সুহানা খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ২৪ বছ♋রে পা রাখলেন। ইতোমধ্যে বলি ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন তিনি। ‘দ্য আর্চিজ’ ছবিতে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা। তবে অভিনয়ে পা রাখার আগে থেকে🍃ই আলোচনায় তিনি।

এদিকে শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তার নাম জড়িয়েছে একাধিকবার। বলিপাড়ায় অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যায় অগস্ত্য ও সুহানা নাক𒁃ি সম্পর্কে জড়িয়েছেন। তবে এ নিয়ে কেউ-ই এখনো মুখ খোলেন💝নি। অগস্ত্যের জন্মদিনে কি পরোক্ষভাবে গুঞ্জনে সিলমোহর দিলেন সুহানা?

সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে অগস্ত্যের𒁏 সঙ্গে একটি ছবি শেয়ার করেন সুহানা। সেখানে দেখা যায়, শাহরুখকন্যা মজার ছলে কান ধরে রয়েছেন অগস্ত্যের। খুনসুটির মাঝেও দুজনের প্রেমের রসায়ন ধরা পড়েছে এ ছবিতে।

 যদিও প্রেম নিয়ে বরাবরই মুখে কღুলুপ এঁটেছেন তারা। তবে 🃏বিভিন্ন অনুষ্ঠানে একই সঙ্গে দেখা যায় এই আলোচিত যুগলকে। কিছু দিন আগেই দীপাবলিতে এক অনুষ্ঠানে নজর কেড়েছিলেন একসঙ্গে।

জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির শুটিং থেকে অগস্ত্য ও স⛎ুহানার সম্পর্কের জল্পনা ঘনীভূত হয়। গত বছর একসঙ্গে তারা ছুটি কাটাতে গিয়েছিলেন বলেও শোনা যায়। অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তেও একটি পর্বে একসঙ্গে গিয়েছিলেন তারা।

সুহানা ও অগস্ত্যের সম্পর্ক নিয়ে তাদেরই এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন— অবশ্যই ওদের নিয়ে কৌতূহল থাকবে সবার। তাই নানা রকম গুঞ্জন হওয়াটাই স্বাভাবিক। এতে আমার আলাদা করে কিছু মনে হয় না। তবে সুহানা ꦅআর অগস্ত্য সত্যিই কি সম্পর্কে রয়েছে? তাদের দে🌼খে কিন্তু বোঝার উপায় নেই। তাই আমারও একটু সন্দেহ রয়েছে।

সুহানা ছাড়াও অগস্তꦬ্যের বোন নব্যা নভেলিও জন্মদিন নিয়ে এ🍸কটি পোস্ট করেছেন। শৈশবের মুহূর্ত ধরা পড়েছে তার ছবিতে।

Link copied!