বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে ফেরা ছিল অভাবনীয়। অতীতের বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে এ সিনেমা। বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এটি। এবার আলোচনা চলছে শাহরুখের পরের ছবি ‘জওয়ান’ নিয়ে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা 🦩জানিয়েছে, ছবিটি আগামী ২ জুন মুক্তি পাবে।
বলিউডের একটি সূত্র জানিয়েছিল, ‘জওয়ান’ মুক্তি পাবে অক্টোবরে। কিন্তু রেড চিলি এন্টারটেইনমেন্ট ও পরিচালক অ্যাটলির সর্বোচ্চ চেষ্টা ছিল সিনেমার মুক্তি না পেছাতে। অবশেষে সিনেমাটি ২ জুಌন মুক্তির সিদ্ধান্ত আসে।
এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখ খানকে এ সিনেমার টিজারে দেখা গেছে। পরিচালক অ্যা𒉰টলি ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে কাস্ট করেছেন দক্ষিণী তারকা নয়নতারাকে। সিনেমায় আরও আছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি ও সঞ্জয় দত্ত।
🥀ভক্তরা প্রত্যাশা করছেন শাহরুখের এ সিনেমাও তাদের হৃদয় জয় করবে। ভারতের বাইরেও সিনেমাটি মুক্তির সম্ভাবনা প্রবল।