‘রইস’ সিনেꦰমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিলেন তিনি। এবার বিয়ে করতে যাচ্ছেন ‘রইস’ খ্যাত এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ দিনের প্রেমিক সলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। আগামী সেপ্টেম্বরে মাহিরা ও সলিꦦমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ও বর-কনের ঘনিষ্𒊎ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছে পাকিস্তানি এক সংবাদমাধ্যম।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মাহিরা খানের এটি꧂ দ্বিতীয় বিয়ে এটি। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এ সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। তবে, সে বিয়েতে অভিনেত্রীর বাবার সম্মতি না থাকাতে ২০১৫ সালে ভেঙে যায় মাহিরা-আলীর সংসার।
এদিকে ‘রইস’ সিনেমꦍা দিয়ে শাহরুখের বিপরীতে বলিউড ক্যারিয়ার শুরু করলেও ভারত-পাকিস্তানের মধ্যে চলা অভ্যন্তরীণ বিবাদের কারণে আর হিন্দি সিনেমাতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।