• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কলকাতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ, কেন্দ্রীয় চরিত্রে শুভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১০:৩৬ এএম
কলকাতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ, কেন্দ্রীয় চরিত্রে শুভ
অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। হাতে এখন কোনো নতুন সিনেমা নেই তার। কাজ করছেন কলকাতার নতুন সিরিজে। নির্মাতা সৌমিক সেন পরিচালিত সিরিজের নাম ‘জ্যাজ সিটি’। এতে 💦অভিনয় করতে শুভ এখন কলকাতায় রয়েছেন। বাংলা📖দেশের মুক্তিযুদ্ধ নিয়ে এ সিরিজের কাহিনি তৈরি হয়েছে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এই নায়ক। সির♒িজটি দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্𒉰মে। জানা গেছে, সাত দিন ধরে ‘জ্যাজ সিটি’র শুটিং চলছে।

২০২৩ সালে নির্মাতা সৌমিক সেনের লেখা ‘জুবিলি’ সিরিজটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এটি নির্মাণ করেছিলেন বিক্রম মোতওয়ান। ‘জুবিলি’সিরিজটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা ও রাম কাপুর। এতে তারা বল𝄹িউডের জন্মকথা তুলে ধরেছিলেন।

এবারেও তার সিরিজে বিভিন্ন চমক থাকছে। যেমন, আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এরই মধ্যে তিনি শুটিং শꦉুরু করেছেন। এ ছাড়াও রয়েছেন, টালিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে। সম্ভবত বাংলাদেশে সিরিজের কোনো শুটিং হবে না জানা গেছে।

ইংরেজিসহ বিভিন্ন ভাষার গান এ সিরিজে শোনা যাবে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শোনা যাবে।
শুভ অভিনীত ‘নূর’, ‘নীলচক্র’সহ বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। ঢাকায় সর🙈্বশেষ ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে ‍মুজিব চরিত্রে দেখা গিয়েছিল শুভকে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!