প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই শুটিং করতে 🍒হায়দরাবাদে গেলেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি সেখানকার ঐতিহাসিক তাজ ফলকনুমা প্যালেসে তার আসন্ন ‘সিকান্দার’ ছবির শুটিংয়ে অংশ নেবেন।
রোববার (৪ নভেম্বর) ‘সিকান্দার’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সকালেই হায়দরাবাদে পৌঁছে যান বলিউড সুপারস্টার। তবে তার আগেই সালমানের নিরাপত্তা দল শুটিং স্পটে পৌঁছে গেছে। ইতোমধ্যে শুটিং স্পটের আশপাশ খতিয়ে দেখেছেন নিরাཧপত্তাকর্মীরা।
সম্প্রতওি কোটি টাকা চেয়ে আবারও প্রাণনামের হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। অজ্ঞাতপরিচয়ে এক🍎জন মোবাইল ফোনে হত্যার হুমকি দেন। যদিও সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মুম্বাই থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া সংশ্লিষ্টরা বলছেন, সালমান খানের নিরাপত্ত♉ার বিষয়টি অত্যন্ত গুরুত্♊বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বেশ কিছু দিন ধরে আইনজীবী লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন।
এমন পরিস্থিতিতে সালমানের নিরাপত্তাব্যবস্থা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। যে কারণ🦹ে তার নিরাপত্তা টিম তাজ ফলকনুমা প্যালেসের পুরো স্থানটি পরিদর্শন করেছে। সেখানে নিরাপত্তার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো অঘটন ꦗনা ঘটে।
যদিও ঐতিহাসিক🥃 তাজ ফলকনুমা প্যালেসটি সালমান খানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কারণ সেই প্রাসাদেই তার বোন অর্প🐟িতা খানের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। যে কারণে সেখানে কাজ করার আবেগপূর্ণ স্মৃতি জড়িয়ে আছে।
বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খান বর্তমানে ‘সিংহাম এগেইন’ ছবির জন্যও শিরোনামে রয়েছেন, যেখানে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। রোহিত শেঠির এ ছবিটি গত ১ নভেম্বর মুꦺক্তি পেয়েছে। এতে সালমানের উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।
সালমান খান নতুন করে আলোচনায় এসেছেন আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে। যা ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে চলেছে। ছবিটিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর শুটিংও শুরু হয়েছে। ছবিতে রাশমিকা মান্দান্না, সুনীল শেঠি ও কাজল আগরওয়ালও অভিনয় করছেন। যাদের উপস্থিতি ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। তাজ ফলকনুমা প্যালেসের শুটিং সেটে তারাও পৌঁছেছেন।
প্রসঙ্গত, সালমানের বার বার খুনের হুমকির পরিস্থিতিতে তার নিরাপ🎃ত্তা কড়াকড়ি করা হয়েছে। বিগ বস সিজেন ১৮-এর শুটিং সেটে বেশ কিছু নিয়মাবলি তৈরি করা হয়েছে। যেমন আধার কার্ড যাচাইয়ের পরেই লোকেদের প্রবেশ এবং শুটিং শেষ না হওয়া পর্যন্ত সব ক্রু, সদস্যদের সাইটে থাকতে হবে। পাশাপাশি সেটে ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।