মালদ্বীপে ছুটিতে গিয়ে প্রেমে মজেছেন সাইফপুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারি কন্যা পলক। বহুদিন ধরেই তাদের প্রেম নিয়ে চর্চা হচ্ছিল বলিপাড়ায়। মুম্বাইয়ের এদিক-ওদিক তো এরা ঘুরেই বেড়াচ্ছিলেন। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়লেই এক গাল হাসি আর বোকা ෴চাহনি।
প্রেমের কথা বললেই, দুজনেই স্পষ্ট উত෴্তর ‘উই আর জাস্ট ফ্রেন্ড’। তবে এবার আর প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলক। সোশাল মিডিয়াতেই প্রকাশ পেল তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে, প্রকাশ্য়ে নিয়ে আসলেন তাদের প্রেম। তাহলে কী ঢোল পিটিয়ে ইব্রাহিমജ ও পলক বলেই দিলেন, প্রেমে আছি।
এর আগেও ভাইরাল হয়েছিল সাইফ ও ইব্রাহিমের একটি ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছিল, গাড়ির ভিতর বসে রয়েছেন সাইফ ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই, হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহি𝕴ম ও পলক। তখন থেকেই বোঝা গিয়েছিল, ডাল মে কুছ কালা হ্যায়… তবে মালদ্বীপের ছবি দেখে মনে হল, এই ডালে একেবারে প্রে🌜মের তরকা।
সালমান খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। অন্যদিকে,ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মা🌠ঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। অন্যদিকে, কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিমꦗ। পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল।