• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কেন লাল শাড়ি ও সিঁথিতে সিঁদুর পরলেন কৌশিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৩:৩২ পিএম
কেন লাল শাড়ি ও সিঁথিতে সিঁদুর পরলেন কৌশিক
কৌশিক রাজ চক্রবর্তী। ছবি : সংগৃহীত

বাংলা সিরিয়ালে নানা ভূমিকায় দেখা গিয়েছে কৌশিক চক্রবর্তীকে। কিন্তু এভাবে বোধ হয় কখনো তাকে দেখা যায়নি। অভিনেতার পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, চোখে তীক্ষ্ন চাহনি। আর তাতেই চমক। শিগগিরিই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘অষ্টমী’। তার জন্♏যই এই বেশ ধারণ করেছেন ছোট পর্দার তারকা।

রোব♒বার (১৭ মার্চ) সম্প্রচারিত হয়েছে ‘সোনার সংসার’ অনুষ্ঠান। সেখানেই দেখানো হয় ‘অষ্টমী’ সিরিয়ালের ঝলক। সিরিয়ালে কৌশিক রাজ চক্রবর্তীর এই ভিন্ন সাজ বেশ নজর কেড়েছে। আপাতভাবে যা মনে হচ্ছে, তাতে কিন্নর রূপ ধারণ করেছেন অভিনেতা। হাবেভাবে উগ্রতা স্পষ্ট। সিরিয়াল🥀ে সম্ভবত খল চরিত্রে দেখা যাবে কৌশিককে।

কৌশিক ছাড়াও এই নতুন এই সিরিয়ালে রয়েছেন সপ্তꦦর্ষি মৌলিক। তিনিও অন্যতম মুখ্য চরিত্র। ‘সাঁঝবাতি’, ‘এক্কা দোক্কা’র মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকদেꦚর মন পেয়েছেন সপ্তর্ষি। এবার ‘অষ্টমী’র পালা।

Link copied!