• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে কারণে বিবাহিত মানতে নারাজ শাবানা-জাভেদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৫:২৪ পিএম
যে কারণে বিবাহিত মানতে নারাজ শাবানা-জাভেদ
অভিনেত্রী শাবানা আজমি ও জাভেদ আখতার। ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি ও প্রখ্যাত কবি, গীতিকার জাভেদ আখতার একসঙ্গে কাটিয়ে ফেলেছেন অনেকগুলি বসন্ত। ১৯৮৪ সাল থেকে তারা বিবাহিত। কিন্তু✱ এখনও বিবাহ নামক প্রতিষ্ঠানকে নাকি বিশ্বাসই করেন নাে এই দম্পতি ! বিয়ে বিষয়টℱাকেই নাকি গুরুত্ব দেন না তারা। 

তাদের বক্তব্য, বহু বছর ধরে বিয়ে নামের এই প্রথা চলে আসছে। বছরের পর বছর পাহাড় থেকে গড়িয়ে পড়✃া পাথরের মতো হল বিয়ে।

তাই সংবাদামাধ্যমের কাছে জাভেদ বলেছেন, ‘বিয়ে টিয়ে তো বেকার কাজ।’ সমাজের চোখে বিবাহিত তকমা থাকলেও নিজেদের মনে প্রাণে বিবাহিত মানতে নারাজ শাবানা ও জাভেদ। বরং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই দৃঢ়। স্বামী-স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক হয়🌳, ঠিক তেমন নয়। নিজেদের ভাল বন্ধু বলে মনে করেন বর্ষীয়ান এই দম্পতি।

স্বামী ও  স্ত্রী সম্পর্কের এই দুﷺই নাম বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই অর্থে বদলে এসেছে। তাই স্বামী-স্ত্রী সম্পর্কের চেয়ে নিজেদের বন্ধু বলতেই পছন্দ করেন তারা। 

এ ক্ষেত্রে লিঙ্গ নির্বিশেষে পরস্পরের প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও ভরসা বজায় রাখা যায়। জাভেদ মনে করেন🐼, সম্পর্কে দু’জনেরই সুখ, শান্তি ও সন্তুষꦿ্টি বজায় থাকা জরুরি। যে ভালবাসায় শ্রদ্ধা নেই, তার কোনও অর্থ নেই।

অনেক ক্𒊎ষেত্রেই উচ্চাকাঙ্ক্ষী ও স্ꦿবাধীনচেতা মহিলার সঙ্গে পুরুষেরা মানিয়ে নিতে পারেন না। কিন্তু পুরুষের বোঝা উচিত, কোনও মহিলাকে বিয়ে করলেই তিনি তার অধস্তন বা ভৃত্যে পরিণত হয় না। 

দু൩‍‍টি মানুষই যাতে সম্পর্কে স্বাধীন ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন, তেমন আবহ তৈরি হওয়া উচিত। বন্ধুত্ব বজায় রয়েছে বলেই একসঙ🌊্গে এতগুলি বছর কাটাতে পেরেছেন বলে মনে করেন জাভেদ ও শাবানা।

Link copied!