• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফারাহ খানের মায়ের শেষকৃত্যে রানী মুখার্জি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০২:০৫ পিএম
ফারাহ খানের মায়ের শেষকৃত্যে রানী  মুখার্জি
ফারাহ খান- রানী মুখার্জি। ছবি: কোলাজ

বলিউডের খ্যাতিমান কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের জীবনে নেমে এল বিরাট অঘটন। শুক্রবার (২৬ জুলাই) মুম্বাইয়ে প্রয়াত হন ফারাহ ও তার ভাই সাজিদ খানের মা মানেকা ইরানি। জানা গেছে, ༺দীর্ঘদিন ধর🌠েই  অসুস্থ ছিলেন মানেকা ইরানি। তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। হয়েছিল বেশকিছু অস্ত্রপ্রচারও।

মৃত্যুর সময় ফারাহ খানের মায়ের বয়স হয়েছিল ৭৯ বছর। এই শোকের দিনে ফারাহর পাশে তাকে সান্ত্বনা দিতে দেখা গেল বলিউডের তারকা বন্ধুদের। এদিন মানেকা ইরানির শেষকৃত্যে তাকে শ্র💫দ্ধা জানাতে এসেছিলেন রানী মুখার্জি, মনীশ পাল, শাহরুখ খান, ফারদিন খান সহ আরও অনেকে।

কয়েকদিন আগেই ফারাহ একটি ইꦓনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিয়েছিলেন যে, তাঁর মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে। ১২ জুলাই মায়ের জন্মদিনে একটি আন্তরিক নোট লিখেছিলেন তিনি। জানিয়েছিলেন, কীভাবে মাই ছিলেন তাঁর জীবনে চলার পথে শক্তির উৎস।

Link copied!