নাট্যজগতের অন্যতম ব্যক্তিত্ব মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা মামুন🏅 মারা গেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকি♋ৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ✤আরণ্যক নাট্যদলের সদস্য অপু মেহেদী।
জানা যায়, বেশকিছু দ๊িন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন গ🦂ওহর আরা। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
অপু মেহ♌েদী জানান, বুধবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিব🧔ারের প্রতি সমবেদনা জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।
প্রসঙ্গত, মামুনুর রশীদ ও গওহর আরা দম্পত🅺ির এক মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। মেয়ের নাম কচি, ছেলে পলক।