• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নীতা আম্বানির হ্যান্ডব্যাগের দাম শুনলে চমকে যাবেন আপনিও


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৬:১৪ পিএম
নীতা আম্বানির হ্যান্ডব্যাগের দাম শুনলে চমকে যাবেন আপনিও

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তার বয়স ৬০ এর কোঠায় হলেও, বয়💛স যেন আটকে আছে ৩৫ বছরেই!🐈 আসলে তিনি এতটাই বিলাসবহুল জীবনযাপন করেন যে, বার্ধক্যও তাকে ছুঁতে পারেনি। বরাবরই নীতা আম্বানি ফ্যাশন সচেতন।

তার ফ্যাশনে সর্বদা ফুটে ওঠে বিলাসবহুল জীবনযাত্রার♔ ছাপ, যা সবার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট! তার অত্যাশ্চর্য সব পোশাক থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি, ঘড়ির সংগ্রহ সবই জানান দেয় যে, তিনি একজন সত্যিকারের স্টাইল আইকন।

সম্প্রতি টিরা বিউটির ইভেন্টে নীতা আম্বানি যে ব্যাগটি নিয়ে এসেছেন সেটা নিয়েও নতুন করে আলোচন💦ার সৃষ্টি হয়ে🌠ছে। এর কারণ আম্বানির স্ত্রীর হাতে থাকা ছোট্ট ব্যাগটির দাম।

নীতা আম্বানির পপকর্ন ব্যাগ অদ্ভুত লুকের জন্য সহজেই নজর কেড়েছে সকলের। বাদ যায়নি ইশা আম্বানির গ্লিটার ব্যাগও। মা-মেয়ে দু’জনই ভিন্ন 💫ডিজাইনের দুটি হ্যান্ডব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।

নীতা আম্বানির হাতে যে পপকর্ন ব্যাগ দেখা যাচ্ছে সেটা পপকর্ন বাকেটের আদলে তৈরি। সাদা কালো বা﷽জেটের ওপর গোলাপি রং দিয়ে লেখা পপ কোকো। ওপর পপকর্নের বদলে দেখা যাচ্ছে মুক্তা। এই ব্যাগটির দাম ২৪ লাখ টাকা।

হ্যাঁ, একেবারেই ঠিক পড়েছেন। এই ব🌊্যাগটি আদতে শ্যানেলের। তাদের লোগোও রয়েছে ব্যাগের পেছনে।

অন্যদিকে ইশা আম্বানি এদিন যে ব্যাগটি হাতে নিয়ে হাজির হয়েছিলেন সেটি আরমানির ব্যাগ। এটির নাম জাস্ট ফর ইউ বো সিলভার ব্যাগ। এই ব্যা൲গটির দাম ৫৯৯৫ ডলার। অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৫ লাখ ৬ হাজার ꧃টাকা দাম সেই ব্যাগের।

এদিন টিরা বিউটির অনুষ্ঠানে নীতা আম্বানি পরেছিলেন কালো প্যান্ট এবং সাদা শার্ট। উপরে ꦚছিল সাদা কালো চেক ব্লেজার। অন্যদিকে ইশা আম্বানি পরেছিলেন শার্ট, ব্লেজার এবং প্যান্ট।

Link copied!