• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘নয়া মানুষ’ আসছে ৬ ডিসেম্বর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ১০:৩২ এএম
‘নয়া মানুষ’ আসছে ৬ ডিসেম্বর
সিনেমার প্রধান চরিত্রে রওনক হাসান। ছবি: সংগৃহীত

ম🌜েহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার গল্প নিয়ে নি🉐র্মিত সিনেমা ‘নয়া মানুষ’ মুক্তি পেতে যাচ্ছে ৬ ডিসেম্বর। সিনেমার পোস্টার প্রকাশ করে পরিচালক সোহেল রানা বয়াতি জানিয়েছেন এই তথ্য।

নির্মাতা বলেন, ‘নানান ঝামেলা পার করে অবশেষে সি🍸নেমাটি মুক্তি দিতে পারছি। বিজয়ের মাসে দর্শকেরা উপভোগ করতে পারবেন। নয়া মানুষ নিয়ে আমি বেশ আশাবাদী।’

২০২২ সালের অক্টোবরে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল। তখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়, তাই বাধ্য হয়ে কাজ ജগুটিয়ে নিতে হয়েছিল। এরপর গত বছরের এপ্রিল মাস থেকে ফের শুটিংয়ের কাজ মাঠে গড়ায়, শেষ হয় চলতি বছরের এপ্রিলে।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রন🔥াট্যে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। সিনেমাটি সবাইকে প্রেক্ষাগৃহে এসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই চিত্রনাট্যকার। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ।

মৌসুমী বলেন, ‘চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি 🐭পেলে সব শ্রেণির দর্শকꦐদের ভালো লাগবে।’

দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতি෴ষ্ঠান জি-সিরিজ’♏র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে এই সিনেমায় আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সা൲হা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহার🐽ান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশীসহ আরো কয়েকজন।

Link copied!