জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর দুটি ফেসবুক আইডি হ্যাকডജ হয়েছে। ফাহমিদা নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২ অক্টোবর) মধ্যরাত ১টা ৪৪ মিনিটে এক ফেসবুক পোস্টে ফাহমিদা লিখেছেন, “আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছিনা। পেজ হ্যাক হয়েছে ।এই মুহূর্তে ღএই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।”
বর্তমানে নতুন গান প্রকাশের পাশাপাশি জনপ্রিয় গানগুলো নতুন করে কণ্ঠে তুলছেন ফাহমিদা নবী। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর ‘তুমি এলে তাই’ 💙শিরোনামের একটি গান। সুলতানা নুরজাহান রোজির কথায় গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস।