টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বড় পর্দায় নাম লিখিয়েছেন সম্প্রতি। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি পা রেখেছেন সিনেমাতে। আর নিজের প্রথম সিনো ‘সাবা’ নিয়ে ঘুরে এসেছেন আন্তর্জাতিক মহলে। কুড়িয়েছেন ব্যাপ প্রশংসা। ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। দর্শক নন্দিত এই অভিনেত্র🌼ী। অভিনয় আর দর্শকপ্রিয়তাꦓর পাশাপাশি অভিনেত্রীর ভক্তকুলও চোখে পড়ার মতো। আর সেই ভক্তকুলের জন্যই সাফল্যের আরেক মুকুট উঠলো অভিনেত্রীর মাথায়।
ফেসবুক থেকে হঠাৎ আনন্দের এক খবর পেলেন মেহজাবীন চৌধুরী। পৃথিবীসেরা💎 তারকাদের কাতারে এলেন বাংলাদেশের অভিনেত্রী। আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের।
ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় পৃথিবীর সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছে মেহজাবীন। তার নামের তালিকায় আরো রয়🐎েছে ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের নাম। এই নিয়ে গণমাধ্যমে অনুভুতি জানি🌸য়েছেন মেহজাবীন।
তিনি বলেন, ‘এটা অনেক বড় পাওয়া। এ রকম যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফ༺েসবুক থেকে যখন নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুবই ভালো লেগেছে। এই তালিকার অন্যান্য নাম দেখে আরো অবিশ্বাস্য অনুভূত হয়েছে। এত বড় বড় তারকার নাম সেখানে! ভক্তদের কারণে এ তালিকায় আমার নামও যুক্ত হলো, এটা অবশ্যই বিশাল ব্যাপার। এখানে আমার কোনো ভূমিকা নেই। এটা ভক্তদের অর্জন।’
ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, “ভক্তদের উদ্দেশে কিছু বলা খুব ডিফিকাল্ট। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এত দূর আসা। শুরুটাও যদি মনে করি লাক্স চ্যানেল আই সুপারস্টারে আমি মুকুটটা পেয়েছিলাম দর্শকের ভোটে। সেখান থেকে শু♉রু করে এখন পর্যন্ত তারা আমাকে সমর্থন দিয়েছে। আলোচনা-সমালোচনা করেছে, আমার কী করা🅷 উচিত, কেমন কাজে দেখতে চায় এসব নিয়ে তারা বেশ সক্রিয়। সাধারণত যখন নতুন কাজ আসে, তখন শিল্পীকে নিয়ে মাতামাতি হয়। কিন্তু এখন কাজ অনেক কম করি। এমন সময়েও আমার ভক্তরা ভীষণ সক্রিয়।”
রবিউল আলম রবির ওয়েব ফিল্ম ‘ফরগট মি নট’ বুধবার মুক্তি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। প্ল্যাটফর্মটির ‘মিনিস্ট্রি অব 🧸লাভ’ প্রকল্পের চতুর্থ সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী ।