ইংর🌱েজি নতুন বছরে চমক নিয়ে আসছেন বলিউড স্টার ক্যাটরিনা কাইফ। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘মেরি ক্রিসমাস’। নির্মাণ করেছেন শ্রীরাম রাঘবন।
ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ‘বাণিজ্যিক, বিনোদনমূলক ছবিতে একটা স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে। তো সেটা থেকে বের হয়ে অন্য ধাঁচের ﷽সিনেমা ‘মেরি ক্রিসমাস’। দর্শকদের জন্য এটা নতুন বছরের চমক।
এই সিনেমায় ﷽ক্যাট🏅রিনার সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। থ্রিলারধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘মেরি ক্রিসমাস’।
এতে বিজয় ও ক্যাটরিনার সঙ্গে আছেন অশ্বিনী কালসেকর ও রাধিকা আপ্তে। আগামী ১🐠২ জানুয়ারি হিন্দি ও তামিল ভাষায় মুক্⭕তি পাচ্ছে ছবিটি।
সূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস