সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন বলিউড অভিনেত্রী কাজ🍌ল। শুক্রবার (৯ জুন) দুপুরে ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণ⛦া দিয়ে হঠাৎ করেই আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন তিনি।
এর আগে, শুক্রবার (৯ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বলিউড তারকা কাজল। টুইটার এব♓ং ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা অক্ষরে বিষয়টি জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় প্রসঙ্গে কাজল লিখেছিলেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। এরপর থেক𝄹েই উদ্বেগে ছিলেন তার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর সংসারিক জীবনে টানাপোড়েন চলছে কিনা সেই নিয়ে জল্পনা কল্পনা ছিল নেটদুনিয়ার বাসিন্দাদের। কিন্তু সন্ধ্যা গড়াতে না গড়াতেই বিষয়টি স্পষ্ট হলো।”
জানা গেছে, আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকা’ ট্রেলার মুক্তি পেতে যাচ্ছে ১২ জুন। সেই কারণেই এ লুকোচুরি। বলা যেতে পারে এক রকমের▨ প্রচার কৌশলও বটে। অভিনেত্রী নিজের আসন্ন এ সিরিজের পোস্টার প্রকাশ্যে এনে লেখেন, “পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরবে!”
তবে এ ধরনের টুইটের কারণে কটাক্ষ করতে ছাড়েননি নেট নাগরিকরা। কেউ বলেছেন, এমন প্রচার কৌশল বড্ড বিরক্তিকꦚর, কেউ লিখেছেন, এর পর আপনি সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না যে আমি বিপদে আছেন।