দেশে আমনের ভরা মৌসুমের মধ্যেই পাইকারিতে বেড়েছে চালের দাম। দুই সপ্তাহে বস্তাপ্রতি চা𒉰লের দাম বেড়েছে ২০০-২৫ꦐ০ টাকা পর্যন্ত।
দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। এ কারণে খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে। এদিকে চালকলমালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তারা চালের দা🐼ম বাড়িয়েছেন।
ঢাকার কয়েকটি বাজার ঘুরে জানা যায়, দুই সপ্তাহে পাইকারি বাজারে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। তাতে খুচরা পর্যায়ে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে পাঁচ টাকা। তবে কোথাও কোথাও বস্তাপ্রতি 𓆉দাম ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
সবচেয়ে বেশি বে🙈ড়েছে সরু চালের দাম। সোমবার ঢাকার বাজারগুলোতে খুচরা পর্যায়ে কোম্পানি ও মানভেদে প্রতি কেজি নাজিরশাইল ৭৫-৮৫ টাকায় বিক্রি হয়েছে, যা সপ্তাহ দ♓ুই আগে ছিল ৭২-৮০ টাকা। অর্থাৎ কেজিতে ৩ থেকে ৫ টাকা দাম বেড়েছে।
সরু চালের পাশাপাশি মাঝারি ও মোটা চালের দামও প্রতি কেজি ২-৩ টাকা বেড়েছে। যেমন মাঝারি মানের ব্রি-২৮ চালের কেজি এখন ৬০ টাকা, যা দুই সপ্তাহ আগে ৫৮ টাকা ছিল। মানভেদে মোটা স্বর্ণা চাল বর্তমানে ৫২-৫৬ টাকায় বিক্রি হচꩵ্ছে, যা আগে ৫০-৫৫ টাকা ছিল। এ ছাড়া সুগন্ধি তথা বাসমতী চালের দাম কেজিতে ৪-৫ টাকা ꦫকরে বেড়েছে।
ম🐈োহাম্মদপুর কৃষি মার্কেটের চাল বিক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, ‘চালের দাম বেশি বেড়ে যাওয়ায় আমাদের বেচাকেনা কিছুটা কমেছে। অনেক ক্রেতা বাড়তি ♕দাম শুনে কম পরিমাণে চাল কিনছেন। পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দাম আরও কিছুটা বাড়তে পারে।”