• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কলকাতার সিনেমায় কাজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৬:৩১ পিএম
কলকাতার সিনেমায় কাজল

কলকাতার সঙ্গে নাড়ির টান থাকলেও টলিউডে সিনেমা করা হয়নি বলিউড তারকা কাজলের। বিভিন্ন 🦩সময়ে সিনেমার প্রচার কিংবা অতিথি হয়ে এসেছেন। কিন্তু এবার আসছেন লম্বা সফরে। এবার ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন তনুজাকন্যা।

পরিচালক সমু মুখোপাধ্যায় ও তনুজার মেয়ে কাজল। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও🃏 দুর্গাপুজায় শাড়ি পরে ঠিক বাঙালি নারীদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগপ্রসা🌊দ। বাংলার সঙ্গেও তার অদ্ভুত নাড়ির টান।

বাঙালি হলেও এখনও পর্যন্ত কলকাতার পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। তবে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে। এবার শোনা যাচ্ছে, ছবির নাম হতে চলেছে ‘মা’। ছবিটি প্রযোজনা করবেন স্বামী🤡 অজয় দেবগন।

জানুয়ারির শেষেরꦦ দিকে কলকাতায় আসবেন অভিনেত্রী। যদিও তার আগে নভেম্বরে রেকি করতে আসবে💎 অভিনেত্রীর টিম। 

Link copied!