বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। চলতি বছরে অগস্টে পঞ্চাশ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। তার মেয়ে নাইসা, ছেলে যুগ বড় হয়ে গিয়েছে অনেকটাই। ছেলে মেয়ে হওয়া🅘র পর মাঝে একটা সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে পুরোদমে কাজ শুরু করেছেন।
১৯৯২ সাল থেকে বড় পর্দায় কাজ করছেন কাজল। ক্যামেরার সামনে তার সাবলীল অভিনয় এ📖খনও মুগ্ধ করে ভারতীয় দর্শককে। তবে যখন প্রচারে ছিলেন না সেই সময় একই রকম উৎসাহ ছিল তাঁকে ঘিরে। জনপ্রিয়তায় কখনই ভাঁটা পড়েনি তাঁর। তবে খ্যাতির যে বিড়ম্বনাও আছে সে কথা হাড়ে হাড়ে বোঝেন কাজল। এক বার কাজলের মায়ের কাছে ভুয়ো ফোনে খবর আসে বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে অভিনেত্রীর।
সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রী কাজল জানান তার মৃত্যু সংবাদের কথা। গত কয়েক বছরে নাকি একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছেন। তবে এক বার বিষয়টা হাতের বাইরে চলে যায়। খবর রটে যায় বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে কাজলের। প্রায় ১০ বছর আগের কথা, সে সময় সামাজিক মাধ্যমে তেমন রমরমা ছিল না কাজলের কথায়, “আমাকে নিয়ে লেখা কোনও খবর দেখি না🌳 আমি। কারণ আশেপাশে লোকেরা নিজেরাই পড়ে একে অপরের মধ্যে খবর চালাচালি করেন। সে বার তো মায়ের কাছে ফোন চলে গিয়েছিল, আমি নাকি মরে গিয়েছি। তখন সমাজমাধ্যমও ছিল ꧂না। তাই আমি ফোন করা পর্যন্ত মাকে অপেক্ষা করতে হয়েছিল।