• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোন আদর্শে মেয়েকে বড় করছেন ঐশ্বরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৭:০৬ পিএম
কোন আদর্শে মেয়েকে বড় করছেন ঐশ্বরিয়া
আরাধ্যা ও ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাদের একমাত্র সন্তান আরাধ্যা বচ্চন। কথা উঠেছে যেখানেই যান, মেয়েকে সঙ্গে নিয়ে যান ঐশ্বর্যা রাই বচ্চন। মায়ের ছত্রছায়ায় বড় হয়ে উঠছে আরাধ্যা বচ্🍷চন। গত কয়েক মাস ধরে জল্পনা চলছে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে। তার পর থেকে শুধু মায়ের সঙ্গেই সর্বত্র দেখা যায় আরাধ্যাকে। ঐশ্বর্যাও তার স্নেহের পরশে জড়িয়ে রাখেন একমাত্র মেয়েকে।

মেয়েকে কোন শিক্ষায় বড় করছেন ঐশ্বর্যা? সম্প্রতি আবু ধাবিতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রাক্তন বিশ্বসুন্দরীকে এই প্রশ্ন করা হয় কোন আদর্শে মেয়েকে বড় করছেন । অনুষ্ঠꦚানে উপস্থিত সাংবাদিক নিজেও একজন মা। তাই মা হিসেবে সন্তানকে কী পরামর্শ দেওয়া উচিত, সেই নিয়ে কথা বলেন ঐশ্বর্যা।

ঐশ্বরিয়া বলেন, ‘শুনুন, আপনিও এক💮জন মা। আপনি সবচেয়ে ভাল বুঝবেন। আমরা সকলে মানুষ। বসে বসে পরস্পরকে এই নিয়ে পরামর্শ দিয়ে কোনও লাভ নেই। এর কোনও নিয়মাবলি নিয়ে আ🐈মাদের জন্ম হয় না। কোনও রকমের নিয়মকানুন হয় না। তাই আপনি আপনার মতো করে নিজের সন্তানকে বড় করুন। আপনি নিজেই এক অসাধারণ মা। আপনাকে ও আপনার মেয়ের জন্য শুভেচ্ছা ও ভালবাসা।’

একই অনুষ্ঠানে আরও এ💎কটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় এই অভিনেত্রীকে। কেন আরাধ্যাকে নিয়েই সর্💛বত্র যান তিনি?  উত্তরে অভিনেত্রী বলেন, “ও আমার মেয়ে। আমার সঙ্গে সব জায়গায় যেতে পারে।”

২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময়ে ঐশ্বর্যার প্রেমে পড়েছিলেন অভি𓃲ষেক। তার পরে বছর অর্থাৎ ২০০৭-এর ২০ এপ্রিল ඣধূমধাম করে বিয়ে সারেন তারকা জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যার কোলে আসে প্রথম সন্তান— আরাধ্যা বচ্চন। কিন্তু, সেই সুখের সংসারে নাকি চিড় ধরেছে। বিচ্ছেদের পথে নাকি হাটছেন এই তারকা দম্পতি।

Link copied!