‘আমি একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই; যা হবে নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত; যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।’ নতুর সরকার নিয়ে প্রত্যশা
জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের।
তিনি বলেন ‘এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই। ’৫২, ’৬৯ ও ’৯০–এর মতো ’২৪ সালেও গণ–আন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্র𝐆রা সেটা প্রমাণ করে দেখিয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পরে ছাত্র–জনতার গণ–আন্দোলনে রূপ নেয়। আন্দো🐼লনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়েছেন।’
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষা💧র্থীদ🍸ের প্রতি অভিভাবক হিসেবে হানিফ সংকেতেরও সংহতি ছিল। তার ছেলে ও মেয়ে নিয়মিত মিছিলেও ছিলেন। শেষে তাঁর স্ত্রীও অভিভাবক হিসেবে সন্তানদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছিলেন। হানিফ সংকেতের প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের কর্মীরাও আন্দোলনের পাশে ছিলেন। তার ভাষ্য, ‘আমি সব সময় নীরবেই কাজ করি, প্রচারের জন্য নয়।’
তিনি বলেন, ‘যাঁদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাঁ🔥দের আতﷺ্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’