• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শয়তানদের ধ্বংস করতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি: কঙ্গনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১২:৪৪ পিএম
শয়তানদের ধ্বংস করতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি: কঙ্গনা

কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হয় কারো সঙ্গে ঝগড়া, নয়তো বিস্ফোরক কোনো মন্তব্য। এবার নিজের মাকে নিয়ে মুখ খুলে ফের খবরের শিরো♚নাম হয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, তার ম♚া প্রতিদিন জমিতে কাজ করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে পর্যায়ক্রমে মাকে নিয়ে নানা তথ্য তুলে ধরেছেন কঙ্গনা। শুরুতে এ অভিনেত্রী বলেন, “মনে রাখবেন, আমার মা আমার কারণে ধনী নন। আমি একটি রাজনৈতিক, সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়িক পরিবার থেকে এসেছি। আমার মা ২৫ বছরের বেশি সময় শিক্ষকতা করছেন। ফিল্ম মাফিয়াদের বুঝতে হবে, আমার মানসিকতা কোথা থেকে তৈরি হয়েছে, কেনো আমি বিয়েতে গিয়ে সস্তা 🌜নাচ করতে পারি না।”

রোববার (২৬ ফেব্রুয়ারি) কঙ্গনা তার মায়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, তার মা জমিতে কাজ 🌌করছেন। পাশাপাশি এ অভিনেত্রী লেখেন, “আমার মা সংস্কৃত ভাষার অধ্যাপক ছিলেন। এখন জমিতে প্রতিদিন ৭-৮ ঘণ্টা কাজ করেন। আমার মা ফিল্ম দেখতে যাওয়া, সিনেমার শুটিং সেটে যাওয়া, বিদেশে ঘুরতে যাওয়া কিংবা মুম্বাইয়ে বসবাস করতে পছন্দ করেন না। এসব কাজ যদি মাকে জোর করে কꦐরাতে চাই, তাহলে আমাকে তিরস্কার করেন।”

অভিনেত্রী আরও বলেন, “ভিখারি মুভি মাফিয়ারা কয়েকটি টাকার জন্য বিয়ে ও🍒 আইটেম গানে নাচে; যারা আদর্শিক মানুষের কাছে ‘সততা’ বস্তুগত সম্পদের চ💧েয়ে বেশি দামি। এ জন্য আমি তাদের কখনো সম্মান করি না; কখনো করবও না।”

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইন𒁃স্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, “ফিল্ম মাফিয়ারা সবসময় আমার আচরণকে অহংকারী বলেন। আমার মা আমাকে শিখিয়েছেন, কীভাবে দুটো রুটি-লবণ খেয়ে বাঁচতে হয়। কিন্তু ভিক্ষা করতে শেখাননি, যা আꦐমার সঙ্গে যায় না তাকে ‘না’ বলতে শিখিয়েছেন। বলুন, এটা কি অহংকার না সততা? তারা আমার নাম ধরে ডেকেছে, আমাকে পাগল বলেছে। কারণ, আমি অন্য নারীদের মতো গসিপ করি না, বিয়েতে নাচি না, নায়কের রুমে যাই না। এ কারণেই কি কেউ কেউ আমাকে টার্গেট করেছে, হেনস্তা করছে কিংবা আলাদা করেছে?”

শয়তানদের ধ্বংস করার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, “আমি আমার সব টাকা ফিল্মে বিনিয়োগ করেছি, আমার এখন কিছুই নেই। যখন আমার মাকে দেখি জমিতে কাজ করছেন, তখন অনুভব করি আমার সবকিছু আছে। তোমরা আমার কী ক্ষতি করবে, আমি এখানে শয়তানদের ধ্বংস করতে এসেছি। আমি আমার জন্য কিছুই চাই না।”
 

Link copied!