বলিপাড়ার ঠোঁটকাটা মেয়ে হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানা🍌ওয়াত। বেশ আক্রমণাত্মক মন্তব্য করে থাকেন তিনি বিভিন্ন বিষয়ে। কিন্তু কিছুদিন ধরে তার এ প্রবণতা যেন অনেকটা কমেছে। ঘন ঘন প্রশܫংসা করছেন তিনি। যার মুখ থেকে সমালোচনামূলক কড়া কথা শুনে অভ্যস্ত সবাই। তার এমন বদলে অনেকেই অবাক। কঙ্গনা নিজেও এ প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে, তিনি খুব সরল মনের মানুষ।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে কঙ্গনা বলেন, “যারা আমার কথায় অবাক হয়েছেন তাদের উদ্দেশে বলি, এত ভাববেন না। আমি খুব সরল একজন মনের মানুষ, ভগবান কৃষ্ণের বাণী ও তার ধর্ম মেনে চলি। উনি বলেছেন, অযোগ্যের প্রশংসা🔴 করা যেমন অনাচার, যোগ্যের প্রশংসা না করা আরও বড় অনাচার। বলিউডের লোকজন সেই কাজ করতে ব্যর্থ হয়েছে, আমি হইনি।”
কঙ্গনার এমন কথায় হয়তো অনেকে তৃপ্ত হবেন। আবার হতাশও হতে পারেন কেউ। তবে একটি বিষয় মাဣনতে হবে যে, তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সাথে সম্পর্কিত তার কথামালা। যা ছাড়া ভক্তদের কঙ্গনা অপূর্ণ।