• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে ওটিটিতে যত আয়োজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ১১:০৫ এএম
ঈদে ওটিটিতে যত আয়োজন

সময় এখন ওটিটির। সিনেমা হলে দর্শক যাচ্ছেন কম। বিজ্ঞাপন আধিক্যে টিভি বিবর্ণ। অন্য দিকে ভিন্ন ধারার গল্প ও নির্মাণ শৈলীতে জমজমাট স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। নতুন সময়ে নতু🐬ন বিনোদনের ভাষা প্রকাশ পাচ্ছে যেন ওটিটিতে।

🅺এবারের ঈদের ছুটিতে দর্শকরা ঘরে বসে দেখতে পারেন ওটিটিরগুলোর দারুণ সব আয়োজন।

বায়োস্কোপ

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’ ঈদে বায়োস্কো♕পে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা। এর আগে হলে মুক্তি পেয়েছিল এ সিনেমা। এর পরিবর্তিত সংস্করণ মুক্তি পাচ্ছে এবারের ঈদে।

চরকি

ঈদের আগে চাঁদরাতে শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’-এর স্পিন–অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পাচ্ছে চরকিতে। নাসির উদ্দিন খান ছাড়া স🌌িরিজটিতে আরও অভিনয় করেছেন মিথিলা, সুমন আনোয়ার।

হইচই

বুধবার (১৯ এপ্রিল) রাতে হইচইয়ে মুক্তি পেয়েছে ‘মহানগর ২’। এতে ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশার✃রফ করিম। এ ছাড়া এবারের সিজনে আরও আছেন ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি। আগের সিরিজের অভিনেতাদের মধ্যে আছেন শ্যামল মাওলা।

বিঞ্জ

প্রেক্ষাগৃহের পর এবার ঈদে বিঞ্জে মুক্তি পাচ্ছﷺে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেইড ইন চিটাগং’। ইমরাউল রাফাত পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ, ম🐲ুকিত জাকারিয়া ও নাসির উদ্দিন খান।

দীপ্ত প্লে

ঈ𒈔দে দীপ্ত প্লে-তে মুক্তি 💖পাচ্ছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূরসহ আরও অনেকে।

বঙ্গ

নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমবারের মতো নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’। এটি ঈদে দেখা যাবে বঙ্গতে। ছয় পর্বের এ সিরিজে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাস♒েল।

Link copied!