কালজয়ী ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানের সংগীতশিল্পী হাসিনা মমতাজ আর নেই। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা🌼🐬 যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা তিনি। শিবলী জানিয়েছেন সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর রাজধানীর ধানমন্ডির ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী হাসিনা মমতাজ সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।