জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে গাইলেন দেশের জনপ্রিয় তিন সংগীত তারকা অর্ণব, বাপ্পা মজুমদার ও বিশ্বজিৎকুমার বিশ্বজিৎ। তাদের গানগুলো প্রকাশিত হতে যাচ্ছে বাংলাভাষায় অন্যতম বৃহৎ মৌলিক গানের সংকলন ‘যেটা আমাদের নিজের মতন’-এ♋।
চলতি বছর, গত ৮ই জুন বিশ্বসাহিত্য কেন্দ্রে শিল্পী, সাংবাদিক এবং বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে ৬৩ গানের এ সংকলনের প্রকাশযাত্রা শুরু করেন নির্ঝর। গানগুলো তৈরি ও প্রকাশ করছে ইকেএনসি এಞক নির্ঝর কোলাবরেশানস ও গানশালা।
তারা জানায়, প্রতিষ্ঠিত ও তরুণ ৫৪ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে সাজানো অ্যালবামটিতে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ৩৫টি গান। বছর জুড়ে গান প্রকাশের এই যা🗹ত্রায় এবার দেশীয় সংগীতের এই তিন জনপ্রিয় তারকা শিল্পীর গানও শোনা যাবে। প্রকাশিত ভিন্নধর্মী🔯 গানগুলো ইতিমধ্যেই সমাদৃত হয়েছে শ্রোতামহলে।
ইতিমধ্যে প্☂রকাশিত গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, নবনীতা চৌধুরী, কোনাল, সভ্যতাসহ অনেকেই। প্রসঙ্গত, ২০১৫ সালে গানশালা থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় মৌলিক গানের সংকলন এক নির্ঝরের গান ০০১ প্রকাশিত হয় যেখানে ১০১টি গান সন্নিবেশিত ছিল।
ব্যক্তিগত মেধা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পারস্পরিক ঐক্যচর্চা🥀 হিসেবে ইকেএনসি এক নির্ঝর কোলাবরেশানস বিভিন্ন সৃজনশীল মাধ্যমে তরুণ পেশাজীবীদের নিয়ে নিরলস কাজ করে চলেছে। করপোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি স💙িএসআর প্রক্রিয়াকে আরও অনুপ্রাণিত করতে এনামুল করিম নির্ঝর তার ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেস্পন্সিবিলিটির (আইএসআর) মাধ্যমে নিঃস্বার্থভাবে নিজের মেধা গানের কথা ও সুর বিনিয়োগ করছেন। এই প্রকল্পে সিএসআর ফান্ডের সহায়তা নিয়ে গানশালার সঙ্গে আছে স্বনামধন্য সিটি গ্রুপ।