• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সিনেমার ৫০ লাখ টাকার বরাদ্দ বাতিল, যা বললেন নুহাশ হুমায়ূন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০১:৫৩ পিএম
সিনেমার ৫০ লাখ টাকার বরাদ্দ বাতিল, যা বললেন নুহাশ হুমায়ূন
নুহাশ হুমায়ূন। ছবি: সংগৃহীত

নুহাশ হুমায়ূন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সন্তান। মেধা ও মননশীল কাজে প্রায় বাবার কাছাকাছি। লেখার পাশাপাশি বাবার মতো নির্মাণেও রয়েছেন এই ত। চার বছর🍷 আগে ‘মুভিং বাংল♔াদেশ’ নামে পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তরুণ এই নির্মাতা। সে সিনেমায় লগ্নি করতে চেয়েছিল দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। তবে নুহাশের ছবির জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ বাতিল করা হয়েছে মন্ত্রণালয় থেকে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্ভাবন ও উ🐼দ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ন🔯জরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘মন্ত্রণালয়ের ডিপিপিতে (ডিজিটাল প্রোডাকশন পার্টনারশিপ) মুভিং বাংলাদেশ নামে সিনেমার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ছিল। 

এই মুহূর্তে প্রকল্প থেকে এই সিনেমাটি নির্মাণের ইচ্ছা নাই। আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাজও না। তাই আপাতত সিনেম🍰ায় বিনিয়োগের পদক্ষেপꩵ থেকে সরে আসা হয়েছে।’

ছবিটির প্রযোজকদের একজন আরিফুর রহমান। তিনি মনে করছেন মন্ত্রণালয় সরে দাঁড়ানোয় ছবিটির নির্মাণকাজে ব্যাঘাত ঘটবে না। তার কথায়, ‘একটা সিনেমা নিয়ে আমাদের তিন থেকে পাঁচ বছর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘ এই সময়ে প্রযোজকের কাজ ফান্ড রাইজ করা। অনেক সময় লাগার কারণে অনেক লগ্নিকারী আসছে য꧙াচ্ছে। আমরাও অনেক সময় লগ্নিকারী ফেরত দিই। দেরি হওয়ায় অনেকে অপেক্ষ🍌া করতে চায় না, ফেরত যায়। এখন মুভিং বাংলাদেশ নির্মাণের জন্য যে ধরনের অর্থ দরকার, সেখানে ৫০ লাখ টাকা খুবই ছোট অ্যামাউন্ট। এটি সিনেমা নির্মাণে বাধা হবে না।’

নির্মাতা নুহাশ বলেন, ‘আমার কাছে মনে হয়, গল্প ঠিকঠাক থাকলে চি💖ন্তা নাই। আমার সব কাজেই আমি গল্প ও চিত্রনাট্যে বেশি সময় দিই। আমি তো শর্টফিল্ম, ওয়েবের কাজ করেছি কিন্তু এবারই প্রথম ফিচার ফিল্ম করছি। মুভিং বাংলাদেশ সিনেমার জন্য দেশের বাইরে থেকে অনেক ফান্ডই আমরা পেয়েছি। কাজও এগিয়ে নিচ্ছি।’

কবে কোথায় শুটিং হবে জানতে চাইলে হুমায়ূনপুত্র জান🐟ান, আগে সিনেমার চিত্রনাট্যের কাজ। সে সঠিক𒊎ভাবে শেষ হলেই জ্বলে উঠবে লাইতট, ক্যামেরা।

নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’ প্রথম আল♋োচনায় আসে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশনের ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল পেয়ে। এরপর ছবিটি টোকিও গ্রান্ট ফাইনান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও সহযোগিতা পায়।

এর আগে নুহাশ হুমায়ূন  সম্মিলিতভাবে ‘ইতি তোমারই ঢাকা’ নামের একটি তথ্যচিত্র পরিচালনা করেন। এ তথ্যচিত্রটি ২০২১ সালের অস꧋্কার পুরস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে।

Link copied!