• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বৃষ্টির দিনে সমুদ্রে উষ্ণতা ছড়ানো প্রিয়াঙ্কার সাহসী ছবি দেখে নিতে পারেন ভক্তরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৩:২৫ পিএম
বৃষ্টির দিনে সমুদ্রে উষ্ণতা ছড়ানো প্রিয়াঙ্কার সাহসী ছবি দেখে নিতে পারেন ভক্তরা
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের বিরতি নিয়ে স্বামী ও কন্♌যার সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কা

মনের মানুষের সঙ্গে সময় কাটালে মাঝে🌃মধ্যেই মনে হয়, ঘড়ির কাঁটা যেন না এগোয়। শুধু সেই মুহূর্তটুকু কাছের মানুষের সঙ্গে বেঁচে থাকলেই যেন জীবন পরিপূর্ণ হয়ে যায়। সেই পথেই হাঁটলেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের বিরতি নিয়ে স্বামী ও কন্যার সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী।

রোদ স্নান

পরিবার নিয়ে দক্ষিণ ফ্রান্সে গিয়েছেন প্রিয়াঙ্কা। বিদেশ সফরে গিয়ে ইনস্টাগ্রামের পাত❀ায় কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। পোস্টে লেখা রয়েছে, ‘‘জীবনের ভালোবাসার মানুꦅষদের সঙ্গে বিশেষ বিরতি।’’

উষ্ণতা বিনিময়

পরনে বাদ🍬ামি রঙের বিকিনি। ﷽স্বামী নিক জোনাসের ওপর এলিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা।

ভিজিয়ে নেওয়ার অপেক্ষায়

দক্ষিণ ফ্রান্সের একটি বিলাসব🐼হুল হো🐈টেলে রয়েছেন প্রিয়াঙ্কারা। জানালার ওপারেই সমুদ্রসৈকত। সমুদ্র দেখতে দেখতে পানাহারের আয়োজন।

ইয়টে বসে রয়েছেন প্রিয়ঙ্কা। পরনে সাদা ও বাদামি ডোরাকাটা শার্ট। হাঁটু ভাঁজ করে তাঁর উপর ডান হাতটি রেখেছেন। ডান হাতের উপর দেখা যাচ্ছে একটি মুখাবয়ব। যেন একটি শিশুকন্যার মুখের রেখাচিত্র। বলিপাড়া সূত্রে খবর, ওই মুখাবয়ব আসলে প্রিয়ঙ্কা-কন্যা মালতিরই।
রোদ চশমা

ইয়টে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। পরনে সাদা ও বাদামি ডোরাকাটা শার্ট। হাঁটু ভাঁজ করে তার ওপর ডান হাত𓄧টি রেখেছেন। ডান হাতের ওপর দেখা যাচ্ছে একটি মুখাবয়ব। যেন একটি শিশুকন্যার মুখের রেখাচিত্র। বলিপাড়া সূত্রে খবর, ওই মুখাবয়ব আসলে প্রিয়াঙ্কা-কন্যা মালতিরই।

সমুদ্রের মাঝে রোদ পোহাচ্ছেন প্রিয়ঙ্কা।
ভেসে ভেসে রৌদ্রস্নান

সমুদ্রের মাঝে রোদ পোহাচ্ছেন প্রিয়াঙ্কা।

প্রিয়ঙ্কার কোলে বসে মালতি। মায়ের সঙ্গে খুনসুটি করছে সে।
খুনসুটি

প্রিয়াঙ্কারꩲ কোলে বসে মালতি। মায়ের সঙ্গে খুনসুটি করছে ꦫসে।

ক্রুশের সাদা বডিকন ড্রেসে প্রিয়ঙ্কা।
রোদের ছোঁয়া

ক্রুশের সাদা বডিকন ড্রেসে প্রিয়াঙ্কা।

মাঝসমুদ্রে ইয়টে শুয়ে রয়েছেন প্রিয়ঙ্কা।
অলস মুহূর্ত

মাঝসমুদ্রে ইয়টে শুয়ে রয়েছেন প্রিয়াঙ্কা।

সমুদ্রের বুকে ভেসে চলেছে ইয়ট। সেখানে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে মালতি।
দূরের পানে

সমুদ্🍬রের বুকে ভেসে চলেছে ইয়ট। সেখানে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে🔯 মালতি।

চোখে রোদচশমা। মুখে হাসি। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে আনন্দে রয়েছে মালতি।
মায়ের স্পর্শ

চোখে রোদচশমা। মুখে 🤪হাসি। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে আনন্দে রয়েছে মালতি।

ঘুরতে গিয়ে বাদ পড়েনি গানবাজনাও। গিটার হাতে নিক।
দূরের হাতছানি

ঘুরতে গিয়ে বাদ পড়েনি গানবাজনাও। গিটার হাতে নিক।

ইয়টে বসে প্রিয়ঙ্কার নিজস্বী। দেখা যাচ্ছে নিককেও।
সেলফি

ইয়টে বসে প্রিয়াঙ্কার নিজস্বী। দেখা যাচ্ছে নিককেও।

সূত্র: আনন্দবাজার

Link copied!