• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বলিউডের সবাই বোকা-মূর্খ: কঙ্গনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ১২:১৯ পিএম
বলিউডের সবাই বোকা-মূর্খ: কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

বলিউডের সবাইকে বোকা ও মূর্খ বলে গাল দিলেন অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। হিন্দুস্তান টাই🤪মসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমি ঠিক বলিউডের সঙ্গে মানানসই নই। বলিউডের লোকজনের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা শুধু নিজেদের নিয়ে ভাবে। সবাই বোকা ও মূর্খ।

কঙ্গনা আরও বলেন, “শুটিং না চললে এরা সকালে উঠে শরীরচর্চা করে, দুপুরে ঘুমায়, ঘুম থেকে উঠে ছোট পর্দায় কিছু দেখে আবার রাতে ঘুমিয়ে পড়ে। এইটুকুই! এরা ফড়িঙের মতো।  এদের মাথা একেবারেই ফাঁপা। এই ধরনের মানুষের সঙ্গে তুমি 🌠কী ভাবে বন্ধুত্ব করবে🦩। ওরা জানেই না, কোথায় কী ঘটছে। বলিউডে একটা ভদ্র মানুষ খুঁজে পেলে আমি সত্যিই আশ্চর্য হতা “।

বিটাউনের অভিনেত্রীদেরও ছাড়েননি কঙ্গনা। তার মতে, অভিনেত্রীরা একত্রিত হলে, নিজেদের মধ্যে🍰 শুধুই সাজগোজ, দামি পোশাক নিয়ে আলোচনা করেন এবং পরচর্চা করেন। এ কারণেই বলিউডের বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলেন বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী।

Link copied!