খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নাচে উঠে আসবে ‘সেকাল আর একালের বিয়ে’। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিষয়ভিত্তিক পরিবেশনা থাকবে এই নাচটি।
নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান💮 নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী।
নাচটি প্রসঙ্গে🙈 ‘ইত্যাদি’ স্রষ্টা হানিফ সংকেত জানান, বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে মিউজিক। আজকাল বিয়ের অনুষ্ঠানগুলো🅰 শুধু বিয়ে আর বৌভাত দুটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। থাকে নানান আয়োজন। নেচে-গেয়ে একসঙ্গে বিয়ের স্টেজে ওঠেন বর-কনে। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিয়ের রীতিনীতিও ভুলে যান অনেকে। এসব বিষয়কেই ফুটিয়ে তোলা হয়েছে এবারের নাচটিতে।
হানিফ সংকেতের সার্বিক তত্ত্ব🍰াবধানে নাচটি𓃲র সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। যথারীতি রচনা, পরিচাল🎶না ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।