আলোচিত-সমালোচিত কঙ্গনা রানাউত টুইটারে ফিরেছে𝐆ন। ফিরেই জন্ম দিয়েছেন নতুন বিতর্কের। ধনকুবের ও টুইটার মালিক ইলন মাস্কের এক টুইটে মন্তব্য করতে গিয়ে তা ঘটেছে।
রোববার টুইটারে হাতে হাত রাখা একটি ছবি শেয়ꦛার করে ইলন। যাতে লেখা ছিল, “প্রেম ভিন্নভাবে আঘাত করে যখন আপনি জানেন যে, তারা টাকার বিনিময়ে অভিনয় করছে এবং সরকারকে অকার্যকর করতে আপনার জীবন উৎসর্গ করা থেকে বিরত রাখার জন্যই সিআইএ তাদের পাঠিয়েছে।”
মাস্কের সেই টুইটে প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা লেখেন, “আমার চেয়েও ‘ড্রামাটিক লাইফ’ কারও যে হতে পারে, তা আমি বিশ্বাস করতে পারছি না। শুধু প্রেম করার জন্য ইন্ডাস্♕ট্রির সব মাফিয়ারা আ♏মাকে জেলে পুরে দেওয়ার চেয়েও বেশি রোমাঞ্চকর এটি।”
এদিকে বলিপাড়ার প্রেস কড়া খোঁজ রাখছে কঙ্গনা-ঋত্বিক রোশানের প্রেম নিয়ে। তা সত্য কি-না কে জানে? তবে কঙ্গনা মানেই বিতর্ক আর সাসপেন্স এ সত্যে কারো দ্💛বিধা নেই। &🦄nbsp;