নচিকেতা চক্রবর্তী এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী। এই শিল্পী মূဣলত জীবনমুখী ও বাস্তবধর্মী গানের জন্য বেশি জনপ্রিয়। সবার প্রিয় এই শিল্পী এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন এক স্ট্যাটাস দেন যা দেখে রীতিমত রহস্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবু𝐆ক পেইজে নচিকেতা লেখেন, যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।
তবে কার ডিভোর্স হয়েছে তা উল্লেখ করেননি তিনি। কারো কারো ধারণা নতুন কোনো গান আসছে তার। যার শিরোনাম হ🔯তে পারে, ‘যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’
নচিকেতার এক ভক্ত কমেন্টে লেখেন, কার তোমার ??
আরও একজনের প্রশ্ন, নতুন গান??
একজন অবশ্🥀য রহস্য উন্মোচনের চেষ্টাই✅ করলেন। বললেন, নতুন গান নিশ্চয়ই।
আরও একজন কমেন্ট করেন, রহস্যের গন্ধ ছড়াচ্ছে।
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার’ গানটি দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মনে। ৫৭ বছর বয়সী জনপ্রিয় এই শিল্পীর বাড়ি কলকাতায়। সেখানেই তার জনꦺ্ম। তবে নচিকেতার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে।