• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বক্স অফিসে ঝড় তুললো ‘ডেডপুল ৩’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০১:৪০ পিএম
বক্স অফিসে ঝড় তুললো ‘ডেডপুল ৩’
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অℱফিসে ঝ♏ড় তুলেছে হলিউড সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। 

উত্তর আমেরিকার স্থানীয় বাজারে পেইড প্রিভিউ থেকেই সিনেমাটি আয় করেছে তিন কোটি ৮৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫১ কোটি ৭০ লাখ টাকা)। আর-রে♕টেড (প্রাপ্ত বয়স্কদের জন্য) সিনেমাগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ অগ্রিম আয়।

এরﷺ আগে প্রিভিউ থেক♏ে সর্বোচ্চ এক কোটি ৮৬ লাখ ডলার আয় করেছিল ‘ডেডপুল ২’।

বিশ্বের ৪৮টি দেশ থেকে প্রথম দিনে সিনেমাটির আয় ꧂ছয় কোটি ৪৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা)। অর্থাৎ এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে এটি। 

শুক্রবার (২৬ জুলাই) উত্তর আমেরিক൲ায় মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানকার প্রথম দিনের হিসাব এখনো সামনে আসেনি।

শুধু তাই নয়, পাঁচ দিনের লম্বা ওপেনিং উইকেন্ড পাচ্ছে সিনেমাটি। সঙ্🦩গে মি꧂লছে দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসাও। সুতরাং আয়ে বড়সড় চমক দেখাতে চলেছে সিনেমাটি।

শন লেভির পরিচালনায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম এবং ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র।
এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ড♛স, হিউজ জ্যাকম্যান, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ।

 

Link copied!