মক্কার পর এবার মদিনা শরিফে গেলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস। পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে রয়েছ༒েন।
মঙ্গলবার (১৯ মার্চ) ফেসবুকে মদিনা শꦚরিফে তোলা নিজের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘সোনার মদিনা’। বোঝা গেল পবিত্র ওমরাহ পালনে ফেরদৌস এখন মদিনা ♔শরিফে রয়েছেন।
এর আগে, ১৫ মার্চ মক্কা শরিফে জনপ্রিয় এই নায়কের সঙ্গে সেলফি তোলার ভিড় দেখা গেছে। ফেরদৌস সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার পর অনেক প্রবাসী কম🔯ꩲেন্টে তাকে দাওয়াত দিয়েছেন। আবার অনেকেই তার জন্য দোয়া চেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হন ফেরদৌস আহমﷺেদ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও উপস্থাপন🐻ায় সুনাম কুড়িয়েছেন।
আসছে ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘আহারে জীবন’।